প্রকাশিত: Thu, Feb 8, 2024 10:52 PM
আপডেট: Mon, Jan 26, 2026 9:08 PM

[১] ঘুমধুমে আশ্রয় নেওয়া মিয়ানমারের ১০০ সীমান্তরক্ষীকে টেকনাফে স্থানান্তর

বাবুল খাঁন: [২] বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থানরত ১০০ জন বিজিপি সদস্যকে বিজিবি'র তত্বাবধানে টেকনাফ হ্নীলাতে নিয়ে যাওয়া হয়েছে।

[৩] স্থানীয় সূত্র জানায় , দীর্ঘদিন ধরে  মিয়ানমারের অভ্যন্তরে সরকারি জান্তা বাহিনী ও দেশটির বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে  যুদ্ধ চলে আসছিল।  চলতি সপ্তাহে তাদের মধ্যকার সংঘাত চরমে পৌঁছায়।

[৪] বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে টিকতে না পেরে  দেশ ছেড়ে পালিয়ে ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ১১৩ জন জান্তা বাহিনীর বিজিপি সদস্য। পরে আশ্রিতদের বিজিবির তত্বাবধানে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় দেওয়া হয়।

[৫] বর্ডার গার্ড বাংলাদেশের  জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত ৩৩০ জন বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছেন। সম্পাদনা : মুরাদ হাসান